মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে এ ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন-অর-রশিদ। মেলা উদ্বোধনের আগে একটি বনাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে প্রধান অতিথি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করেন।