শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় ফলদ ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত

boda Fবোদায় ৫ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফিউল্লাহ সুফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আসাদুল্লাহ আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আল মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো. মকছেদুল হক প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।