শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় ফেন্সিডিলসহ মটর সাইকেল আটক

Bodaপঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বাজার থেকে গত মঙ্গলবার রাত ১২ টার সময় ১৪২ বোতল ফেন্সিডিলসহ একটি ডিসকোভার মটর সাইকেল আটক করেছে বোদা থানার পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, অজ্ঞাত নামা ৩ ব্যাক্তি ডিসকোভার মটর সাইকেলে ১ বস্তা ফেন্সিডিলসহ বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী বাজার অতিক্রম করার সময় একটি কুকুরে সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় বস্তা ছিড়ে ফেন্সিডিল রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন দেখে ফেলে। স্থানীয় লোকজনের তারা খেয়ে অজ্ঞাত নামা ৩ ব্যক্তি মটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন বোদা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় থাকা ১৪২ বোতল ফেন্সিডিলসহ মেটর সাইকেলটি থানায় নিয়ে আসে। বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে বোদা থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। অজ্ঞাত নামা ব্যক্তিদের খুজে বের করতে পুলিশ ব্যাপক তৎপরতা শুর করেছে।