সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় বর্গাচাষীর ছেলে জিপিএ-৫ পেয়েছে

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের মোহনঝাড় গ্রামের বর্গাচাষী কর্নদেব বর্মন এর ছেলে যামিনি বর্মন এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে বোদা উপজেলার পাশ্ববতি আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছে। সে ২০১৪ সালে চুচুলী বটতলী হাট উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় জিপিএ-৫ পেয়েছিল। তার বাবা একজন নিম্নবৃত্ত বর্গাচাষী। অন্যের জমি চাষাবাদ করে দিনাতিপাত করে। যামিনির ইচ্ছা একটি ভাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার। কিন্তু আর্থিক দুরবস্থার জন্য সে ভালো বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার করার আশঙ্কা প্রকাশ করছেন। এ ব্যাপারে যামিনির বাবা কর্নদেব বর্মনের সাথে কথা বললে তিনি জানান, আমি গরীব মানুষ, আমার বসতবাড়ি ছাড়া কোন জমি জমা নেই। বর্গা চাষ করে কোন মত সংসার চালাই। ছেলেকে ভাল বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করাব কি করে। ছেলেটি আমার খুবই মেধাবী। স্কুল ও কলেজের স্যার গুলো আমার ছেলেকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। বিনা পয়সায় কোচিং করিয়েছে। ঠিক মত পড়াশুনা করতে বলেছে। তাইতো সে জিপিএ-৫ পেয়েছে। যামিনির বাবা আশা প্রকাশ করে বলেন, আমার ছেলে পাশে যদি সমাজের কোন সৎ হৃদয় বান ব্যক্তি এগিয়ে আসে এবং তার পড়াশুনার ব্যয়ভার বহন করে। তাহলে আমার ছেলে পড়াশুনা করে উচ্চ শিক্ষিত হয়ে তার পরিবার সহ দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এ ব্যাপারে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা জানান, যামিনী একজন গরীব মেধাবী ছাত্র, উচ্চ শিক্ষার জন্য সে যদি আর্থিক সহযোগিতা পেতে পারে তাহলে সে পড়াশুনা করে অনেক বড় হতে পারবে।