শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুনহাট যুব সংঘ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরুষ্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অমুল্য চন্দ্র রায় এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়দানদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নকিবুল হাবীব বাবলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান মোঃ তমিজ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়জুল ইসলাম। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউ’পি সদস্য বিরেশ চন্দ্র, উকিল চন্দ্র, নতুনহাট যুব সংঘের রাসেল, রবিউল, জুয়েল, আরিফুল প্রমখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক তোফাজ্জল হায়দার।