বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় বাল্যবিবাহ যৌতুক নিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময়

বোদায় বাল্যবিবাহ রোধ, যৌতুক নিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক বিষয়ক এক মতবিনিময় সভা আজ মঙ্গলবাল বিকেলে মানিকপীর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় এনজিও সুচনা, অনুভব, পল্লী সাহিত্য সংস্থা ও এসভিডি এই মতবিনিময় সভার সহযোগিতা করে। বেংহারী বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মো. ফিরোজ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, বোদা থানার অফিসার ইনচার্জ মো. মজনুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সফিকুল আলম দোলন, অনুভব সংস্থার নির্বাহী পরিচালক মো. আমির হোসেন বাবু, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ, এসভিডির নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, মানিকপীর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ সহ সব-শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।