
পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র,প্রতিবন্ধী ও অসহায় গরীব মহিলা প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বিনামুল্যে ৯টি সেলাই মেশিন বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ। আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে পল্লী সাহিত্য সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরন সমাপনী অনুষ্ঠানে সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, বোদা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. নরেশ চন্দ্র রায়, দেশ টিভির পঞ্চগড় প্রতিনিধি রাশেদুজ্জামান বাবু, বোদা রিপোর্টাস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বিপুল, ইউ’পি সদস্যা বেলী আক্তার, প্রশিক্ষণার্থী মনি বেগম প্রমুখ। প্রশিক্ষণার্থী পুর্বের ব্যাচের পারভীন আক্তার সেলাই মেশিন চালিয়ে তার পরিবারে আয় ও রোজগার বাড়ছে বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রশিক্ষার্থী পরিবারের অভিভাবক, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক।