
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী, সাকোয়া, চন্দনবাড়ি, ঝলইশালশিরি, বেংহারী বনগ্রাম, বড়শশী, মাড়েয়া বামনহাট ইউনিয়নের গতকাল রবিবার বিশ^ হাতধোয়া দিবস উপলক্ষে সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল, রচনা প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা, উপস্থিত বক্তিৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ^ হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ ও ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইএসডিও’র এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। এ সময় ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আননুর ইসলাম বিপ্লব, ইএসডিও’র প্রকল্প ম্যানেজার মোঃ মারুফ আহম্মেদ, ইউনিয়ন ফেসিলিলেট মেরীনা বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অপরদিকে পাথরাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুরম্নপ কর্মসুচী পালন করা হয়। অনুরুপ ভাবে সাকোয়া ইউনিয়ন পরিষদ ও বকসীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইএসডিও’র এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। এ সময় বকসীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপেল মাহমুদ, ইএসডিও’র কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার মানিক সরকার, ইউ;পি সদস্য মাতিনুর রহমান, সহকারী শিক্ষক, আনিছুর রহমান, অখিল চন্দ্র বর্মন, ইউনিয়ন ফেসিলিলেট আয়শা সিদ্দিকা আরশি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুরুপ ভাবে বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদ ও মানিকপীর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইএসডিও’র এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। এ সময় মানিকপীর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ইউ’পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন ফেসিলিলেট রমজান আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অপরদিকে ধকরাহাট উচ্চ বিদ্যালয় ও তেপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অনুরুপ কর্মসুচী পালিত হয়। অনুরুপ ভাবে চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ ও বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইএসডিও’র এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। এ সময় বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অক্ষয় কুমার বর্মন, ইএসডিও’র কমিউনিটি ডেভলাফমেন্ট অফিসার মানিক সরকার, ইউনিয়ন ফেসিলিলেট লায়লাতুন নেহার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ইউ;পি সদস্যবৃন্দ ও শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুরম্নপ ভাবে বড়শশী ইউনিয়ন পরিষদ ও বড়শশী ইডেন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইএসডিও’র এর এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। বড়শশী ইডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আফজাল হোসেন, ইউনিয়ন ফেসিলিলেট হালিম উদ্দীন, শিক্ষক/শিক্ষিকা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুরম্নপ ভাবে ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ ও কামারহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইএসডিও’র এর এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। কামারহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল খালেক, ইউনিয়ন ফেসিলিলেট রাহেনা সুলতানা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুরম্নপ ভাবে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ ও জঙ্গলীপীর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইএসডিও’র এর এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। জঙ্গলীপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপস্নব, ইউনিয়ন ফেসিলিলেট কবিতা বানু, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসুচী মধ্যদিয়ে হাতধোয়া দিবস উদযাপন শেষে প্রত্যেক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।