
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ দীর্ঘ ৬৮ বছরের সুবিধাবঞ্চিত পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী শালবাড়ী বিলুপ্ত ছিটমহলের নতুন প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মহাবিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। গতকাল সোমবার সকালে মহাবিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং শোক র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অধ্যক্ষ, সভাপতি, গভর্ণিং বডির সদস্যগণসহ বিলুপ্ত ছিটমহলের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত বছরের ০১ আগস্ট ছিটমহল বিনিময়ের পর পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অবহেলিত শালবাড়ি বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থীদের মাধ্যমিক পরবর্তী শিক্ষার আলো প্রসারের লক্ষ্যে কলেজটি স্থাপিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পভূক্ত হওয়ায় সম্প্রতি এডিপির অর্থায়নে দুইকক্ষ বিশিষ্ট একটি টিনশেড ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হয়।