
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহলগুলোতে ভোটার তালিকার কাজ শেষ হয়েছে। এতে উপজেলার ৪টি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলগুলোতে ১৪১৯ জন নতুন ভোটারের ডাটা এন্ট্রির তথ্যাদি নিবাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা হয়েছে। বিলুপ্ত ৪টি ইউনিয়নে ভোটার স্থানান্তর করা হয়েছে ২৩৯টি। বিলুপ্ত ছিটমহল গুলোতে ২০১১ সালের হেডকাউন্টিং এবং ২০১৫ সালের হেডকাউন্টিংয়ে বাদ পড়া মানুষেরা নতুন করে ভোটার তালিকায় নাম অন্তুভুক্ত হতে পারেনি। এ ব্যাপারে উপজেলা নিবার্চন অফিসার বিজয় চন্দ্র বর্মন জানান, বাদ পড়া মানুষদের তালিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এতে ১৫১ জনের বাদ পড়া তালিকা পাওয়া গেছে। এই বাদ পাড়া নামের তালিকা গুলো নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা হয়েছে। সচিবালয়ের নিদের্শনা মোতাবেক এগুলোর কাজ করা হবে বলে তিনি জানান।