বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ

‘‘তামাকের উপর কর বাড়াও রোগ মৃত্যুর হার কমাও’’এই স্লোগানকে সামনে রেখে বোদায় পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস । এ উপলক্ষে শনিবার এসভিডি,পল্লী সাহিত্য সংস্থা,ডাব্লুবিবি ট্রাস্ট,বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর  থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র‌্যালীতে পল্লীসাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ,সূচনা সংস্থার পরিচালক সফিকুল আলম দোলন,এসভিডির ম্যানেজার মিজানুর রহমান,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। র‌্যালী শেষে বোদা বাস স্ট্যান্ডে বিশ্ব তামাক দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা তামাক গ্রহণের ভয়াবহতা তুলে ধরে সবাইকে তামাক গ্রহণ ও ধূমপান থেকে বিরত থাকার আহবান জানান।