‘জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে উপযুক্ত আইন প্রণয়ন করতে হবে’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের বোদায় ২১ মার্চ বিশ্ব বর্ণবৈষম্য দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর আয়োজনে নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল ১১ টায় বোদা বাসস্ট্যান্ডে শহীদ মিনার সংলগ্ন রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর সংগঠনক মিন্টু কুমার বর্মন, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী লিহাজ উদ্দীন মানিক প্রমুখ।