
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালী, কুইজ ও আলোচনা সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ডের উদ্যোগে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিত্বে শিশু শিক্ষার্থীদের সাবান দিয়ে ভাল ভাবে হাত ধুয়ার কৌশল শেখানো হয়। বিশ্ব হাত ধোয়া দিবসের উপর একটি কুইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে আগত সকল শিক্ষার্থীদের মাঝে ভাল ভাবে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য একটি করেন সাবান ও একটি করে সাবান রাখার কেস বিতরণ করা হয়। এ সময় উপজেলার পর্যায়ের সরকারি কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।