বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় বীমা গ্রহীতার মৃত্যুর দাবীর চেক প্রদান

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ছত্রশিকার পুর গ্রামের মৃতঃ বীমা গ্রহিতা ক্ষিতিশ চন্দের স্ত্রী ও নমিনী সন্ধ্যা রানীর হাতে ৩৫ হাজার টাকা চেক তুলে দেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ঠাকুরগাঁও সাভিসিং সেলের উপ-প্রকল্প পরিচালক আমির হোসেন হায়দার, আল-আমিন একক বীমা প্রকল্পের ডিএসডিএম মোঃ নুরুল ইসলাম, উদ্ধতন প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক৷ গতকাল রবিবার মৃত্যু দাবী চেক বিতরণ উপলক্ষে মৃত বীমা গ্রহিতার বাড়ি এক আলোচনা সভা অনুষ্ঠিত৷ এ সময় পপুলার লাইফের মাঠ কর্মী, সাংবাদিক লিহাজ উদ্দীন মানিকসহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন৷