
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ছত্রশিকার পুর গ্রামের মৃতঃ বীমা গ্রহিতা ক্ষিতিশ চন্দের স্ত্রী ও নমিনী সন্ধ্যা রানীর হাতে ৩৫ হাজার টাকা চেক তুলে দেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ঠাকুরগাঁও সাভিসিং সেলের উপ-প্রকল্প পরিচালক আমির হোসেন হায়দার, আল-আমিন একক বীমা প্রকল্পের ডিএসডিএম মোঃ নুরুল ইসলাম, উদ্ধতন প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক৷ গতকাল রবিবার মৃত্যু দাবী চেক বিতরণ উপলক্ষে মৃত বীমা গ্রহিতার বাড়ি এক আলোচনা সভা অনুষ্ঠিত৷ এ সময় পপুলার লাইফের মাঠ কর্মী, সাংবাদিক লিহাজ উদ্দীন মানিকসহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন৷