সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় ব্র্যাক পেইসের উদ্যোগে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্যাম্প কোর্স শুরু

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাডেয়া মডেল হাইস্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী ব্র্যাক শিক্ষা কর্মসুচী (পেইস) এর উদ্যোগে মাড়েয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ও খারিজা মাড়েয়া উচ্চ বিদ্যালয়ের মোট ৬০ জন মেন্টর শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্যাম্প কোর্স গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। এ সময় ব্র্যাক শিক্ষা কর্মসুচীর মাঠ কর্মসুচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, মাডেয়া মডেল হাইস্কুল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ বর্মন, খারিজা মাড়েয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম উপস্থিত ছিলেন। ব্র্যাক শিক্ষা কর্মসুচী পেইস গ্রামীণ অঞ্চলের গরীব মেধাবী শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষ করে গড়ে তুলার জন্য এই ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্যাম্প শুরু করেছে।