
পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে ভুট্টার
বাম্পার ফল হয়েছে। কিন্তু বাজারে ভুট্টার
দাম না থাকায় কৃষকরা হতাশায় ভুগছেন।
বর্তমানে বাজারে প্রতি বস্তা ভুট্টা বিক্রি হচ্ছে
৬ শত টাকা থেকে ৭ শত টাকা দরে। ঘন ঘন
বৃষ্টির কারণে অনেক কৃষক ভুট্টা শুকাতে না
পেরে নষ্ট করে ফেলেছেন। নষ্ট ভুট্টা গুলো
এখন বাজারে বিক্রি হচ্ছে না। অনেক কৃষক
পানির দামে বাড়ির উঠান থেকে ভুট্টা বিক্রি
করছেন। মহাজনরা ভুট্টা মাড়াই মেশিন
নিয়ে এসে ভুট্টা মাড়াই করে নিয়ে যাচ্ছেন।
উপজেলা কৃষি অফিস ও ভুট্টা চাষীদের সাথে
কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে ৮
হাজার ৪৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষের
লক্ষমাত্রা ধরা হয়েছে। কিন্তু লক্ষমাত্রার চেয়ে
বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে।
উপজেলার বোদা সদর ইউনিয়নের কান্তমনি
গ্রামের ভুট্টা চাষী দবিরুল ইসলাম জানান,
গত বছর ভুট্টা চাষ করে লাভবান হয়েছেন।
ভুট্টা চাষে খরচ কম লাগে লাভ বেশী হয়।
এবার আরো বেশী জমিতে ভুট্টা চাষ
করেছেন। ভুট্টার ফলনও ভালো হয়েছে।
কিন্তু দাম না থাকায় ভুট্টা বিক্রি করতে
পারছিনা। একই রকম কথা বলেন
চন্দনবাড়ী ইউনিয়নের জয়নাল ও কাউছার
আলী। উপজেলা কৃষি অফিসার মো. এনামুল
হক বলেন, এবার কৃষকরা অধিক লাভের
আশায় ভুট্টা বেশী হারে চাষ করেছেন। তাই
ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
আবহাওয়া অনুকুলে না থাকায় ভুট্টা চাষিরা
ভুট্টার দাম পাচ্ছেন না বলে তিনি জানান।
Please follow and like us: