বোদাতে দাম বেশী হলেও খাদ্য সামগ্রী ক্রয় করতে মানুষের কোন কমতি নেই। উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে দোকানের ছড়াছড়ি। তবে অস্বাস্থ্যকর স্থানে দোকান এবং রং দেয়া খাবার সামগ্রী অবাধে বিক্রি হলেও প্রতিরোধের কোন উদ্যোগ নেই। উপজেলা কয়েকটি স্থানে অস্বাস্ত্যকর পরিবেশের মধ্যে খাবার সামগ্রী দোকান হওয়ায় এসব খাবার সামগ্রী রোগ জীবানু ছাড়লেও খুবই স্বাভাবিক। তবুও খাবার সামগ্রী পুর্ব মুহুতেই ভাল মন্দ বিবেচনা না করে সাধারণ মানুষ হুড়িমুড়ি খেয়ে পড়ছে ঐ সব দোকান গুলোতে। প্রকাশ্য সাজিয়ে রাখা হয়েছে নানা রং মিশ্রিত খাবার সামগ্রী। রং মিশ্রিত খাবার সামগ্রী তৈরী এবং বিক্রয় সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এ নিষিদ্ধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ্যেই রং মিশ্রিত খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে। বিভিন্ন হাট বাজারে ভেজাল ফরমালিন যুক্ত মিশ্রিত খাদ্য সামগ্রী কঠোর ভাবে দমন করার প্রাশাসনিক নিয়ম থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী ভেজাল ও ফরমালিন যুক্ত খাদ্য সামগ্রী বিক্রি করছে। এতে উপজেলার সচেতন মহল ভেজাল ও ফরমালিনযুক্ত খাদ্য বিক্রি বন্ধে সরকারি আশু পদক্ষেপ কামনা করেছেন।
বোদায় ভেজাল ও ফরমালিনযুক্ত খাদ্য সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে
Please follow and like us: