মোঃ হিাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় ভ্রাম্যমান আদালতের জরিমানা প্রদান। গতকাল মঙ্গলবার বোদা বাজারের হোটেল-রেষ্টুরেন্ট, গোলামাল, হাডওয়ার দোকান সহ তেল পাম্পে ভ্রাম্যমান আদালন পরিচালন করা হয়েছে। পঞ্চগড় জর্জ কোটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিউল হাসান ও তাজওয়ার আকরাম ইবনে সাঈদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ইউসুফ হাডওয়ারকে অবৈধ স্প্রিট জাতীয় তেল রাখার অপরাধে পনের শত টাকা এবং সাবাব ফিলিং ষ্টেশনকে তেল কম দেওয়ার অপরাধে তিন হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এ সময় হোটেল ও গোলামালের দোকানদারদের সর্তকবানী প্রদান করা হয়। বোদা থানার এসআই ফিরোজ সহ একদল পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ