শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা শীর্ষক আলোচনা সভা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল শীর্ষক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাটের সেন্টার ফর অর্গানিক ফার্মে অনুষ্ঠিত হয়। কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল এর সভাপতি ও কমরেড ফরহাদের সহর্ধমিনী রাশেদা খানম রীনা ফরহাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ মোশারফ হোসেন, পঞ্চগড় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মিজানুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর মো আতাউর রহমান মিটন, সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম প্রমুখ। মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল শীর্ষক আলোচনা সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন স্বাস্থাকর্মী, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী সহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন। এর আগে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন। বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে দুর দুরান্ত থেকে অনেক রোগী স্বাস্থ্য সেবা গ্রহন করে বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে।

Spread the love