
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ, বিদাই অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল আলম সাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়- ২ আসনের সদস্য সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন বোদা মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান রুবেল। আরো বক্তব্য রাখেন অভিভাবক মা শামিমা বেগম প্রমুখ। পরে বিদ্যালয়ের বিদাই শিক্ষিকা রেখা রানীকে ফুল দিয়ে বিদাই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মা অভিভাক, শিক্ষাথী, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।