শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

Boda FFবোদা বাজার জামে মসজিদ সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কামাল দুলাল। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রহমান, ডেপুডি কমান্ডার আবুল কাশেম, পঞ্চগড় এলজিইডি নিবার্হী প্রকৌশলী সুভাস কুমার শাহা, এলজিইডি উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল প্রমুখ। ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে বোদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হবে বলে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল জানিয়েছেন।