
বোদা (পঞ্চগড়)প্রতিনিধি : সাইকেল চালিয়ে হজে যেতে চান মুক্তিযোদ্ধা জাফর ফরাজী। পাকিস্তান দুতাবাস মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে ভিসা দেননি। এই প্রতিবাদে তিনি সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলার প্রেসক্লাবে মানববন্ধন কর্মসুচী ঘোষণা করেন। এই কর্মসুচীর অংশ হিসেবে তিনি বোদায় মানববন্ধন কর্মসুচী পালন করেন। এ সময় বোদার উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার দাবীর প্রতি সমর্থন প্রদান করে মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়। দেশের ৪৯ জেলা সফর করে তিনি গতকাল রবিবার বিকেলে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় যাওয়ার পথে বোদা বাসষ্ট্যান্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন ভারত,পাকিস্তান, ইরান, ও আফগানিস্তানের ভিসার জন্য আবেদন করি। সব দেশের ভিসা পেলেও মুক্তিযোদ্ধা হওয়ায় পাকিস্তান তাকে ভিসা দেননি। তাই বাইসাইকেল চালিয়ে দেশ ভ্রমণের সিন্ধান্ত নেই। কিন্তু এর আগেও আমি বাইসাইকেল চালিয়ে দেশ ভ্রমণ করেছিলাম। আমার এইবারের বাইসাইকেল চালানোর উদ্দ্যেশ্যে হচ্ছে দেশের সকল সাংবাদিক সমাজের কাছে আমার আবেদন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা বর্তমান দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিকট আকুল আবেদন বাইসাইকেল চালিয়ে আমি যে পবিত্র হজ পালন করতে পারি। জাফর ফরাজীর বাড়ি মাদারীপুর জেলা কালাকিনী উপজেলার কমলাপুর গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত আলম ফরাজী ছেলে।