
বোদায় রিপন হত্যা কান্ডের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলার সাকোয়া বাজার সংলগ্ন আব্দুল জববারের বাসায় গত ২১ মার্চ বৃহস্পতিবার রাতে দুস্কৃতিকারীরা রিপন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে। পুলিশ এখন পর্যন্ত খুনের সাথে জড়িতদের খুজে বের করতে সক্ষম হয়নি। পুলিশ সন্দেহ ভাজন ভাবে আল আমির ও জহিরুল নামে দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে বলে এলাকাবানী ও পারিবারিক সূত্র জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রিপন হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের খুজে বের করে বিচারের দাবিতে রিপনের বন্ধু-বান্ধব,আত্মীয় স্বজন ও এলাকাবাসী সাকোয়া বাজারে বিক্ষোভ করে বোদা-সাকোয়া এশিয়ান হাইওয়ে রোডে রহমান প্লাজার সামনে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ,সাকোয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,আব্দুল জববার,রিপনের বন্ধু,আত্মীয় স্বজন সহ আরো অনেকে। বক্তারা রিপন হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত খুজে বের করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করানোর আহবান জানান।