জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশ গড়ার আর একটি
নতুন রের্কডে শামিল হয়েছে পঞ্চগড়ের বোদা
উপজেলার মানুষ। গতকাল বুধবার ১১টায়
রাজধানীর জাতীয় প্যারেড গ্রাইন্ডে বেজে উঠা
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’
লাখো কন্ঠের সাথে বোদাবাসী একই সাথে গেয়ে
উঠেন। বোদা মড়েল স্কুল এন্ড কলেজ মাঠে লাখো
কন্ঠের সাথে গাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর
রশিদ,মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি,
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যে যেখানে, যে
অবস্থায় ছিলেন সেভাবেই দাড়িয়ে যান, কণ্ঠ মেলান
জাতীয় সংগীতের সুরে। এর আগে সকালে বোদা
মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের অংশ গ্রহন কুজকাওয়াজ ও ডিপ্লে প্রদর্শন
করা হয়।