বোদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার শিক্ষক সমাবেশ ও শিক্ষা অফিস চত্বরে দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার একেএম মো. নুর-ই-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসিরউদ্দীন আহাম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাছুদ হাসান, আনোয়ার হোসেন, এরশাদুল হক চৌধুরী, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামন রুবেল, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হোসনে আরা বেগম, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ প্রমুখ। শিক্ষক সমাবেশে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি মো. নাসিরউদ্দীন আহাম্মেদ শিক্ষা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। দিনব্যাপী শিক্ষা মেলায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ প্রদর্শন করেন।