মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় এবার আগাম শীত অনুভূত হওয়ার কারনে শীতার্থ নিম্ন আয়ের মানুষের ফুট পাতের পুরাতন শীতবস্ত্রের দোকানে উপচেপড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিন গরম কাপড় কিনতে গ্রাম থেকে ছুটে আসছে নিম্ন আয়ের মানুষ। অবরোধের সুযোগে দোকানিরাও দাম বাড়িয়ে দেদারচ্ছে মুনাফা লুটছে। অন্যদিকে গার্মেন্টসের দোকানে শীতবস্ত্রের দাম হাতের নাগালের বাইরে থাকায় মধ্যবিত্তরাও ভীড় করছে পুরাতন গরম কাপড়ের দোকানে। কয়েক দিন ধরে বোদায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতার কারনে সাধারণ মানুষজন বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কাবু হয়ে পড়ছে। পুরাতন কাপড়ের ব্যবসায়ী আল আমিন মজুমদার জানান অবরোধের কারণে পুরাতন কাপড়ের গাইট আনতে পরিবহণ খরচ বাড়তি গুনতে হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে জানা গেছে শীতের নতুন কাপড়ের চেয়ে বিদেশী পুরাতন কাপড়ের চাহিদা বেশী। বিদেশী পুরাতন কাপড়ের দাম তুলনা মুলক কম দেখতে সুন্দর মানসম্মত ও টেকসই হওয়ায় ক্রেতাদের এসব কাপড়ে আগ্রহ বেশি।
বোদায় শীতের কাপড়ের রমরমা ব্যবসা
Please follow and like us: