
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজ, নবাবগঞ্জ বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, পাঁচপীর বালিকা উচ্চ বিদ্যালয় ও ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল জিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে গতকাল শনিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিজিটাল ল্যাবের উদ্বোধন ঘোষনা করেন। এ সময় পঞ্চগড়-২ আসনের সদস্য সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সলিমুল্লাহ সহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।