মোঃ নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদায় আজ শনিবার দামোদর ব্রত উদযাপন উপলক্ষে সনাতন ধর্মীয়দের পদযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলার ময়দানদিঘী বামাকালী মন্দির প্রাঙ্গন থেকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যমত্ম তীর্থস্থান পরিক্রমার পদযাত্রায় শ্রীশ্রী মনমহা প্রভুর প্রদাঙ্ক অনুকরণে বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২০ হাজার সনাতন ধর্মীয় ভক্ত অংশ নেয়। বামাকালী সৎ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সুরেন চন্দ্র দাসাধিকারীর নেতুত্বে পদযাত্রাটি দীর্ঘ ১৫ কিঃমিঃ ব্যাপী নগর র্কীতনসহ তীর্থস্থান পরিক্রম করে ঠাকুরগাঁও এর বৈরাগীহাট স্কুল মাঠে এসে শেষ হয়। পরে দারাজগাঁ স্কুলের পন্ডিত শিক্ষক রমেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত অধ্যক্ষ কমল কান্তি ব্রম্মচারী. উত্তম কুমার মজুমদার,পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ ঘোষ,নিতিশ কুমার বকশী মুকুল, অধ্যাপক রমেশ চন্দ্র ও নরেশ চন্দ্র রায় প্রমুখ। নগর র্কীতনসহ তীর্থস্থান নাম কীর্তন, আলোচনা সভা ও প্রসাদ গ্রহণ শেষে শ্রী শ্রী গুরম্ন গৌরাঙ্গ জয়ত ১১ বর্ষ পদযাত্রার সমাপ্তি ঘটে ।