শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সদস্য সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা সুপারভাইজার হেফাজুল ইসলাম। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।