রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় সমৃদ্ধি কর্মসূচির বিনামূল্যে মেডিসিন রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পিকেএসএফ এর সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে গতকাল বৃহস্পতিবার বোদা উপজেলার ৮নং বোদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়। বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক মহব্বত বিনামূল্যে উক্ত স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে সূচনা সংস্থার নির্বাহী প্রধান মোঃ সফিকুল আলম দোলন, ডাঃ আবু শাদাত মোঃ সায়েদ শরীফ, সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচির নারায়ন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। ডাঃ আবু শাদাত মোঃ সায়েদ শরীফ এমবিবিএস;বিসিএস(স্বাস্থ্য),এমএসসি(সুইডেন),সিসিডি(বারডেম), পিজিটি(মেডিসিন ও শিশু), উচ্চতর প্রশিক্ষণ শিশু নিমোনিয়া ও ডায়রিয়া (আইসিডিডিআরবি) মেডিসিন ও শিশু চিকিৎসক মেডিকেল অফিসার , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নেতৃত্বে বিনামূল্যে ১৬৬ জন  রোগীকে  পরীক্ষা  করা সহ ওষুধ বিতরণ করা হয় ।

Spread the love