রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় সরকারি নিরাপত্তা বেষ্টনী বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

Bodaবোদায় ইউনিয়ন পর্যায়ে সরকারি নিরাপত্তা বেষ্টনী বিষয়ক গণশুনানী আজ রবিবার বড়শশী ইউনিয় পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। গণশুনানী উপলক্ষে এক সুধি সমাবেশে বড়শশী ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম প্রধান খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরডিআরএস এর পঞ্চগড় জেলা উদ্ধতন কর্মকর্তা মোঃ শাফকাতুল আলম, আরডিআরএস বোদা প্রতিনিধি আবু তালেব, বড়শশী সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হুমায়ূন কবির হেলাল, ইউ’পি সচিব ইব্রাহিম খলিল, ইউ,পি সদস্য আব্দুল ওহাব প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় বড়শশী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন এই সরকারি নিরাপত্তা বেষ্টনী বিষয়ক গণশুনানীর আয়োজন করে। এ সময় ইউপি সদস্য-সদস্যা, ফেডারেশনের সদস্য-সদস্যা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরে গনমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Spread the love