বোদায় সানন্দ কিন্ডার গার্টের ৩ দিনব্যাপী ১৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল ইসলাম সুজন এমপি। সানন্দ কিন্ডার গার্টেনের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা সভাপতিত্বে শনিবার সকালে কিন্ডার গার্টেন চত্বরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন সানন্দ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জামিউল হক, বোদা গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি মশাল প্রজ্জলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিভিন্ন শ্রেণী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বোদায় সানন্দ কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Please follow and like us: