বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় পল্লী সাহিত্যা সংস্থার উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ৭ম পর্যায়ের ১ম ব্যাচে ৯ জন অসহায় গরীব দুস্থ নারীদের এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, দৈনিক করতোয়া প্রতিনিধি লিহাজ উদ্দীন মানিক। স্বাগত বক্তব্য রাখেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসভিডির পরিচালক মো. মিজানুর রহমান ও প্রশিক্ষক নুরুননেহার প্রমুখ। এ সময় প্রশিক্ষনাথী, অভিভাবক সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Spread the love