
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস বোদা উপজেলা শাখার সভাপতি মোঃ আবু আউয়াল নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক আবু সাঈদ, কমিশনার জামিউল হক, সাবেক স্কাউটস সম্পাদক গোলাম মুর্শেদ, প্রধান শিক্ষক গোলাম রহমান শাহিন, হোসনে আরা বেগম প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস ও কাব দলের সদস্য, উপজেলা স্কাউটস কমিটির সদস্য, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।