শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় স্যানিটেশন মাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্য নিয়ে সুচনা সমাজ উন্নয়ন সংস্থার ইজিসিএসসি ইন ডব্লিউএসএস প্রকল্পের উদ্যোগে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ দিনাজপুর অঞ্চলের আর্থিক সহযোগিতায় এক এ্যাডভোকেসী সভা গত বৃহস্পতিবার বিকেলে সুচনা সমাজ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়। সুচনা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, উপজেলা মৎস্য অফিসার মোকছেদুর রহমান, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, ইউ’পি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক মহব্বত, রুহুল আমিন প্রধান। স্বাগত বক্তব্য রাখেন সুচনা সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, ইএসডিও’র প্রকল্প ম্যানেজার মারুফ আহম্মেদ প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইউ’পি সদস্য/সদস্যা সহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।