মোঃ নুরেহাবিব সোহেল, বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদায় সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বোদা পৌর সদরের প্রাণী সম্পদ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রাপ্তন প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান (৭২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বোদা বাজার থেকে ভ্যান যোগে মুক্তিযোদ্ধা অফিস যাওয়ায় সময় প্রাণী সম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষর্দশী জানায়, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্র ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেন, বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম গভীর শোক প্রকাশ করেছেন। প্রবীন শিক্ষকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বোদায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত
Please follow and like us: