শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় হঠাৎ বৃষ্টিতে ফসলের ব্যাপক তি

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ফাল্গুনের শুরুতেই গত বৃহস্পতিবার সন্ধা ও শুক্রবার ভোরে হঠাৎ করে দমকা হাওয়ায় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে চলতি মৌসুমের সরিষা, গম, আলু, পিয়াজ, মরিচ, ভুট্রা সহ আবাদী রবি শস্যের ব্যাপক তি হয়েছে। উপজেলার ইটভাটাগুলোতে কাচাঁ ইটের ব্যাপক তি হয়েছে বলে ইটভাটা মালিকেরা জানিয়েছেন। উপজেলার মানিকপীর গ্রামের কৃষক ওসমান গণি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার ভোর রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে এই উপজেলার আম ও লিচুগাছের মুকুল গুলো ঝড়ে গেছে। উপজেলা কৃষি বিভাগ জানান, হঠাৎ এই শিলাবৃষ্টিতে রবি ফসলের ব্যাপক তি হয়েছে। পুরো পুরি তির হিসাব এখনও মাঠ পর্যায় থেকে আসেনি।