মোঃ নুরে হাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ নির্দলীয় নিরেপক্ষ সরকারের দাবিতে ও কেন্দ্রীয় নেতাদের আটকের প্রতিবাদে ৮৪ ঘন্টা হরতালের ২য় দিনে বোদা উপজেলা মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২ টায় উপজেলা মহিলা দলের আহবায়ক লাইলী বেগমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বোদা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অস্থায়ী কার্যলয়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বোদা উপজেলা মহিলা দলের আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে ১৮ দলের আন্দোলন সংগ্রামকে দমিয়ে রাখা যাবেনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মহিলা দলের আহবায়ক সাবিহা বেগম, মহিলাদল নেত্রী মজিদা বেগম,সাজিনা বেগম,অফরোজা বেগম প্রমুখ।
বোদায় হরতালের সমর্থনে মহিলা দলের বিক্ষোভ মিছিল সমাবেশ
Please follow and like us: