শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় হাইকোটের আদেশ অমান্য করে ঘর নির্মাণ

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় হাইকোটের আদেশ অমান্য করে ঘর নিমাণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার সংলগ্ন এসএ খতিয়ান নং ১০৬,  দাগ নং- ১১৫৬ নালিশী জমিতে। উক্ত নালিশী জমির দাগের পুবাংশে ২টি টিনের ছাপড়া ঘর নালিশি জমিতে গত ৩১ মার্চ ২০১৩ ইং তারিখে জেলা জজ আদালতের আদেশ অমান্য করে নিমার্ণ করা হয়। বাদি পক্ষ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ১০/২০১৩ ভায়োলেশন মোকদ্দমা আনায়ন করেন। মোকদ্দমাটি কোর্টে বিচারাধীন আছে। কিন্তু ইতিমধ্যে গত ২৩ জুন ২০১৬ ইং তারিখে কোর্টের সম্পুর্ণ আদেশ আমান্য করে বাদি পক্ষ ইটের গাথুনী বিশিষ্ট টিনের এল প্যাটান চৌচালা ঘর নিমান করেন এবং বিবাদীগণ বাদিপক্ষের বিরুদ্ধে বোদা থানায় একটি জিয়ার মামলা দায়ের করেন।

Spread the love