মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় হাইকোটের আদেশ অমান্য করে স্থাপনা নিমার্ণের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার সংলগ্ন মসজিদের সাথে লাগানো জমিতে ফরিদুল ইসলাম বাদি হয়ে আজিজার রহমান আলো গং এর বিরুদ্ধে ৮৪/১২ বাটোয়ারা মোকদ্দমা আনয়ন করিলে উক্ত জমির উপর আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। মামলাটি নিম্ন আদালত হতে উচ্চ আদালতে আপিল করা হয়। উচ্চ আদালতের হাইকোট বিভাগ নালিশী জমিতে কোন প্রকার স্থাপনা, মাটি কর্তন, নতুন স্থাপনা বা কোন প্রকার নিমার্ণ কাজ বা কোন আকার আবৃতি পরিবর্তন করিবেন না মতে আদেশ জারি করে। কিন্তু চন্দনবাড়ি জামে মসজিদ কমিটি গত বৃহস্পতিবার হাইকোটের আদের্শ অমান্য করেন উক্ত জমিতে টিনের ঘর নিমার্ণ করিতে গেলে বাদি পক্ষ ফরিদুল গং সাথে কথা কাটাগাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে ফরিদুল ও তার স্ত্রী আহত হলে তাদের বোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর রিপোট লেখা পর্যন্ত মারপিটের ঘটনা এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।