মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
বোদায় হাঙ্গার ফ্রি ওয়াল্ডের উদ্যোগে দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসাপাতালের সহযোগিতায় এবং আন্ধেরী হিল্ফে জার্মানী এর আর্থিক সহায়তায় বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে বলরামহাট কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ডাঃ মোল্লা জালাল হোসেন। চিকিৎসা ক্যাম্পে সকাল থেকে প্রায় কয়েকশত চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রায় ৭০ জন চক্ষু রোগীকে অপারেশন সহ কৃত্রিম লেন্স সংযোজন করা হয়। চক্ষু শিবিরে ক্যাম্প অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসাপাতালের প্রতিনিধি হামিদুর রহমান,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার নেফার উদ্দীন। এছাড়াও ডাঃ রকুনুজ্জামান সহ দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসাপাতালের ৭সদস্যের মেডিক্যাল টিম চিকিৎসা সেবা প্রদান করেন।