বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় ১৮ দলীয় জোটর বিক্ষোভ মিছিল সমাবেশ

মোঃ নুরেহাবিব সোহেল, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ  নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দাবি ও সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  বোদা উপজেলা ১৮দলীয় জোটের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি নিউ মার্কেট থেকে শুরু হয়ে বোদা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় প্রধান সম্বনয়ক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হকিুকুল ইসলাম,জামায়াত ইসলামের পৌর আমির রেজাউল করিম জেলা জাগপার অন্যতম সদস্য তফিজ উদ্দীন বেলাল, উপজেলা জাগপার সভাপতি সিরাজ মাস্টার,সাধারণ সম্পাদক জুয়েল, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আসাদুল­াহ আসাদ, উপজেলা যুবদলের সভাপতি দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন  আল মামুন জুয়েল,ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক এলাহী কুদরত ই আমিন সাগর,যুবদল নেতা আল আমিন মজুমদার,ছাত্রনেতা মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ।