মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় ২দিনব্যাপী হজ প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া দারুল উলুম কওমী মাদরাসায় ২দিনব্যাপী হজ প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সফিউল্লাহ সুফি ২ দিনব্যাপী হজ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গত শনিবার  পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে এই হজ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। সাকোয়া হাজি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, সাকোয়া ইউ’পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ। হজ প্রশিক্ষণ ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন সাকোয়া হাজি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার প্রধান। প্রশিক্ষণটি পরিচালনা করেন হাফেজ মৌঃ আব্দুর গফুর।