বোদায় সানন্দ কিন্ডার গার্টেন এর ৩ দিনব্যাপী ১৮ তম
বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত
হয়েছে। সানন্দ কিন্ডার গার্টেনের সভাপতি ও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা
সভাপতিত্বে গতকাল শনিবার বিকেলে কিন্ডার গার্টেন
চত্বরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার
মো. মামুনুর রশিদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ফারুক আলম টবি। অন্যান্য মধ্যে বক্তব্য
রাখেন বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম
ফজলুল হক, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.
আশরাফুল ইসলাম, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান
শিক্ষক মোঃ জামিউল হক, বোদা গালর্স স্কুল এন্ড
কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, সানন্দ
কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান
প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের
মাঝে পুরস্কার প্রদান করেন। পরে ছাত্র-ছাত্রীদের
অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৫ মার্চ পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য ও
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম
সুজন এমপি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক
প্রতিযোগিতার উদ্বোধন করেন ।