বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদা উপজেলা বিএনপির সভাপতি মোতাহার আলীর দাফন সম্পন্ন

বোদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোতাহার আলীকে আজ রবিবার বিকেলে সাকোয়া ডিগ্রী কলেজ মাঠে যানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এর আগে সকালে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়ে তার প্রথম নামাজের যানাজা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে তিনি ঢাকায় ইন্তেকাল করেন( ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি পঞ্চগড়- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ মোজাহার হোসেন এর ছোট ভাই। তার মৃত্যুতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।