
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বোদা পৌরসভার সাতখামার ও কুড়–লিয়া মৌজায় অবস্থিত ৮নং ও ৯ নং ওয়ার্ডবাসীরা পৌরসভার উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত। বোদা পৌরসভা প্রতিষ্ঠার দীঘ ১৬ বছরে এ দুটি ওয়ার্ডের পৌরবাসীদের উন্নয়নে কোন কাজ করা হয়নি। ২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠা করা হলে আটোয়ারী উপজেলার সাতখামার ও কুড়লিয়া মৌজাকে নিয়ে গ্রেজেট প্রকাশ কর হয়। সেই সময় এ মৌজার স্থানীয় বাসিন্দা ও কতিপয় কিছু ব্যক্তি পৌরসভা বাতিলের জন্য কোর্টের মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার জটিলতার কারণে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আর পৌর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কারণে আটোয়ারী উপজেলার সাতখামার ও কুড়ুলিয়া মৌজার ৮নং ও ৯ নং ওয়ার্ড়ের বাসিন্দারা পৌরসভার সব ধরণের সুয়োগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে বর্ষাকাল চলায় এ দুটি ওয়ার্ডের রাস্তাঘাট গুলোর বেহাল দশা। এখন পযন্ত পৌরসভা থেকে রাস্তাঘাট উন্নয়নে কোন প্রকার কাজ করা হয়নি। শুধু মাত্র লোক দেখানো হাফ কিঃমিঃ রাস্তায় বৈদ্যুাতিক সড়ক বাড়ি লাগানো হয়েছে। এই সড়ক বাতি গুলো প্রায় সময় নষ্ট হয়ে থাকে। চলতি বছরে কোটের মামলাগুলো খারিজ হয়ে যাওয়ায় এপ্রিল মাসে বোদা পৌরসভার নতুন করে গ্রেজেট প্রকাশ কর হয়। কিন্তু সারা দেশে বিভিন্ন ধাপে পৌর নিবাচন অনুষ্ঠিত হলেও বোদা পৌরসভার নির্বাচন আর অনুষ্ঠিত হল না। কবে কখন কোন সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা তা বলতে পারছেন না। এ ব্যাপারে বোদা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল জানান, সীমানা জটিলতা ও মামলার মোকদ্দমার কারণে এতদিন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং ৮ ও ৯ ওয়ার্ডের তেমন কোন কাজ করার সুয়োগ সৃষ্টি হয়নি। এখন থেকে পৌরসভার অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি এ দুইটি ওয়ার্ডের বেশি করে কাজ করা হবে বলে তিনি জানান।