শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোমা হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ঘটনার জন্য যারা দায়ী, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে সেই দুস্কৃতকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।’

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে মির্জা ফখরুল এ কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণের জন্য এই যৌথসভার আহ্বান করা হয়।

এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, যে কোনো ঘটনার তদন্তের আগে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। আর বিভিন্ন হত্যাকাণ্ডে আইনপ্রয়োগকারী সংস্থা এখন ক্ষমতাসীনদের মতো করে কথা বলছে। এসব অনাকাক্সিক্ষত ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করেন তিনি।

তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার ঘটনা তদন্তে আন্তর্জাতিক তদন্ত দাবি করছেন কি না-এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, দেশেই অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা রয়েছে। তবে সমস্য হচ্ছে, তদন্তের আগেই বিএনপিকে জড়িয়ে কথা বলা হচ্ছে।

চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন না-বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানান মির্জা আলমগীর।

তিনি বলেন, ‘এটি একটি গভীর চক্রান্ত। বিএনপি নেত্রী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের মানুষের সঙ্গে সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই কথাগুলো বলতে চাই, তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। চোখের চিকিৎসা চলছে। একই সঙ্গে পায়ের চিকিৎসাও হচ্ছে। চিকিৎসক ছেড়ে দেওয়া মাত্রই তিনি দেশে ফিরে আসবেন।’

‘এক-এগারো সময়ে খালেদা জিয়াকে দেশ থেকে বের করে নিয়ে যাওয়া ষড়যন্ত্র হয়েছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশনেত্রী তখন স্পষ্ট করে বলেছিলেন, ‘বাংলাদেশের মাটি আমার জন্মভূমি, আমি এখান থেকে কোথাও যাব না। এ দেশের মানুষের সঙ্গে আমার ভাগ্য জড়িয়ে আছে। বাংলাদেশের মানুষের সঙ্গে সারাজীবন কাটিয়েছি। এখানো মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করছি।’

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে ‘অনুমান নির্ভর’ হয়ে রিপোর্ট না করে দলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলতে গণমাধ্যমের প্রতি পরামর্শ দেন মির্জা আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন জাতীয় নেত্রী। সবচেয়ে জনপ্রিয় নেতা। তার সম্পর্কে শুধুমাত্র চিন্তাভাবনা করে বা অনুমান নির্ভর করে রিপোর্ট করলেও তা জনগণ সঠিকভাবে গ্রহণ করবে না। প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলুন।’

বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত এই মহাসচিব বলেন, এই দলকে বিভিন্ন সময়ে ভাঙার চেষ্টা হয়েছে, বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এখন বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, বিএনপি সম্পূর্ণভাবে একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। জঙ্গির সঙ্গে বিএনপির সম্পৃক্ততার কথা বলে সরকারি দলের লোকেরা বিএনপিকে ভুলভাবে চিত্রিত করতে চায়। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে। বিএনপি সেই দল যারা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছে। বিএনপি সবসময় মানুষের অধিকার নিয়ে আন্দোলন করেছে।

সম্প্রতি দুই বিদেশি হত্যায় বিএনপিকে জড়িয়ে শাসকদলের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যখন এই ধরনের কথা বলা হয় বা অন্য দলের সঙ্গে ব্যাকেট করে বক্তব্য দেওয়া হয়; তখন একটি সুদূরপ্রসারী পরিকল্পনা থেকেই করা হচ্ছে। শুরু থেকেই বিএনপি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করে আসছে। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং ষড়যন্ত্রের মধ্যেও জড়িত নয়। ষড়যন্ত্র করছে তারা, যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি পুলিশ হত্যায় বগুড়া থেকে বিএনপি নেতা ও যুবদল সভাপতিসহ অনেককে আটক করা হয়েছে। আমরা মনে করি, এটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে একটি চক্রান্ত। এর মূর উদ্দেশ্য জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু এটি সম্ভব নয়। কারণ বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং মানুষের আশা আকাক্সক্ষা পূরণের জন্য রাজনীতি করে যাচ্ছে।

বিএনপিকে নির্মূল এবং নেতৃত্বশূন্য করতেই কেন্দ্র থেকে শুরু করে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির এই ভারপ্রাপ্ত মহাসচিব।

দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আদালত ১৩ বছরের দণ্ড দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবে এই মামলা দেওয়া হয়েছে। এই রায়ে আমরা হতাশ হয়েছি। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।’

এর আগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতিতে যৌথসভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা যৌথসভায় ছিলেন।