
এবার দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে একসাথে প্রায় ২ হাজার জুটির গণবিয়ে সম্পন্ন হয়েছে। এ গণবিয়েতে বর কনের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় ১২ হাজার মানুষ অংশ নিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ব্রাজিলের রিও ডি জেনিরোতে গতকাল রবিবার বড় ধরনের এ গণবিয়ের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে এক মিলনায়তনে একসঙ্গে ১ হাজার ৯৬০ জুটি গণমাধ্যমের খবরে জানানো হয়, মারাকানা স্টেডিয়ামের কাছেই একটি মিলনায়তনে ওই গণবিয়ে অনুষ্ঠিত হয়। রিও ডি জেনিরোতে এ পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে বড় গণবিয়ে ছিল এটি।
বিয়েতে বর কনের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের নাম দেয়া হয়, ‘আই ডু ডে’। এ গণবিয়ের খরচ বহন করেছে কর্তৃপক্ষ। গণবিয়ের মিলনায়তনটিতে সাধারণত বড় বড় কনসার্ট হয়। গতকাল সেখানে হলো খরচ বহনে অক্ষম ব্যক্তিদের বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত বর কনের বন্ধুরা সাম্বার তালে তালে বিয়ের উৎসবে মেতেছেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে।