শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া এক সাথে ৪ সন্তান জন্ম

এক সাথে ৪ সন্তানের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার গৃহবধূ শারমীন আক্তার (২০)।

বিকেল সাড়ে ৫টার দিকে ৩টি ছেলে ও একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়।

মঙ্গলবার শহরের লোকনাথ দিঘীর পাড়ে অবস্থিত সেবা ক্লিনিকে তিনি একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও ৪ সন্তানই সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি প্রথমবারের মতো মা হয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তবে সন্তানগুলো নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সেবা ক্লিনিকের সত্ত্বাধিকারি ডা. বজলুর রহমান জানান, মঙ্গলবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী শারমীন আক্তার প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। এর পর কিছু জটিলতা দেখা দিলে চিকিৎসক তার সিজারিয়ান অপারেশন করেন। এ ক্লিনিকের গাইনি চিকিৎসক খালেদা আখতারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। তিনি জানান, প্রসূতি মা ও তার ৪ সন্তানই সুস্থ রয়েছে।

Spread the love