
ব্রিটেনের হাউস অফ কমন্সে গতকাল সোমবার পার্লামেন্টের অর্ধেকের ও কম সদস্য ভোট দেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে। তারপরেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পক্ষে ভোট পড়ে ২৭৪টি এবং বিপক্ষে ভোট পড়ে ১২টি।
তবে সরকার দলীয় মন্ত্রীরা এ ভোটদান থেকে বিরত থাকেন। এর আগে ২০১২ সালে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে ভোট দেয়া থেকে বিরত ছিল।
ব্রিটেনের লেবার দলের এমপি গ্রাহাম মরিস বলেন, এ জয় শান্তি প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আর জেরেমি করবিন ভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে সংসদ শক্তভাবে ভোট দিয়েছে।